নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রবাহমান মধুমতি নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার (২৮ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা, যোগিয়া, ধোলইতলা ও কোটাকোল গ্রাম এবং জয়পুর ইউনিয়নের আস্তাইল, আড়িয়ারা ও আমডাঙ্গা গ্রামের মধুমতি নদী ভাঙ্গনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের খোজ-খবর নেন। ক্ষতি গ্রস্থ পরিবারের উদ্দেশে তিনি বলেন, মধুমতি নদী ভাঙ্গনরোধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আঞ্জুমান আরা, পুলিশ সুপার মোহাম্মাদ জসীম উদ্দিন (পিপিএম), উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, সহকারী কমিশনার (ভুমি) এমএম আরাফাত হোসেন ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহ নেওয়াজ তালুকদার, প্রমুখ। পরে তিনি উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভায় উপস্থিত হয়ে উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে প্রশাসনসহ জনপ্রতিনিধিদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
মধুমতি নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন “মাশরাফি”

Be the first to comment on "মধুমতি নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন “মাশরাফি”"