নিউজ ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলের তুরস্ক সীমান্তবর্তী মানবিজ এলাকার দিকে অগ্রসর হচ্ছে ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ)। এটি সিরিয়ার তুরস্কপন্থী বিদ্রোহী গোষ্ঠী হিসেবে পরিচিত। কদিন আগেই আইএসের দখল থেকে ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছিল যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি বিদ্রোহীরা। এই কুর্দি বিদ্রোহীদের সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে তুরস্ক। তাদেরকে তুরস্কের অখণ্ডতার প্রতি হুমকি হিসেবে বিবেচনা করা হয়। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
সোমবার এক বিবৃতিতে আঙ্কারা সমর্থিত বিদ্রোহীদের মানবিজের দিকে অগ্রসর হওয়ার খবর নিশ্চিত করেছে তুর্কি সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, তাদের সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) যোদ্ধারা ১০টি গ্রাম পরিষ্কার করেছে। সীমান্ত অপরাধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তুর্কি সেনাবাহিনীর বিবৃতিতে অবশ্য সেখানকার আইএস কিংবা কুর্দি বিদ্রোহীরা এখন কোথায় আছে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
তুর্কি-সিরিয়া সীমান্ত সংলগ্ন তুরস্কের গাজিয়ানটেপ এলাকা থেকে আল জাজিরার হাশেম আহেলবারা বলেন, সীমান্তবর্তী শহর জারাব্লাসের নিয়ন্ত্রণ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এফএসএ যোদ্ধারা আমারনা, ইউসেফ বেক ও আইন আল বাইদাসহ বেশকিছু গ্রামের নিয়ন্ত্রণ নেয়।
এর আগে দীর্ঘদিন আইএসের নিয়ন্ত্রণে থাকার পর চলতি মাসের মাঝামাঝি সময়ে মানবিজের দখল নেয় যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরিয়ার কুর্দি বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)।
এসডিএফকে শহরটির নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী আইএসের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা চালিয়ে সহায়তা করে।
মে মাসে শুরু হওয়া এসডিএফের অভিযানের লক্ষ্য ছিল তুর্কি সীমান্তবর্তী এলাকাগুলো থেকে আইএসকে হটিয়ে দেওয়া। অভিযানে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহীদের হটিয়ে এখন মানবিজের নিয়ন্ত্রণ গ্রহণের পথে তুরস্কপন্থী ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ)।
Be the first to comment on "মানবিজের দিকে অগ্রসর হচ্ছে তুরস্কপন্থী সিরীয় বিদ্রোহীরা"