শিরোনাম

মানুষ ছাড়া আর একটিই প্রাণী যৌনতায় মাতে

নিউজ ডেস্ক: মানুষ যৌনতা বা সেক্স করে দু’টি কারণে। বংশবৃদ্ধি এবং আনন্দ বা ‘প্লেজার’। প্রাণীকুলে মানুষের এই আচরণ নিঃসন্দেহে ব্যতিক্রমী। তবে একা মানুষ নয়, এ ক্ষেত্রে দোসর রয়েছে।

মানুষ শুধু একা নয়।

বলা হয় ‘কনশাসনেস’ হল মনোবিজ্ঞানের অন্যতম বড় রহস্য। মন এবং শরীরের যুগপৎ ভূমিকা থাকে এতে। যৌনতায় ‘প্লেজার’-এর বিষয়টি পুরোপুরি নির্ভর করে এই ‘কনশাসনেস’-এর উপরে। যৌনতায় ‘প্লেজার’ বা আনন্দের নেপথ্যে সক্রিয় ভূমিকা নেয় মস্তিষ্কে উপস্থিত কতগুলি নিউরোট্রান্সমিটার।

মানুষের মধ্যে এই নিউরোট্রান্সমিটারের সক্রিয়তা সবথেকে বেশি। নিউরোট্রান্সমিটারের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্কে রয়েছে ‘কনশাসনেস’-এর। অর্থাৎ, ঘুরিয়ে বললে আনন্দ বা ‘প্লেজার’-এর সঙ্গে সম্পৃক্ত হল এই নিউরোট্রান্সমিটার। মানুষের ক্ষেত্রে এই নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে নিওকর্টেক্স।


ভালবাসার সুখ বোঝে ডলফিনও।

ঘটনা হল, মানুষ ছাড়া আর একটি স্তন্যপায়ীর মধ্যে এই নিওকর্টেক্স অত্যন্ত সক্রিয়। ফলে, সেই প্রাণীটিও ‘প্লেজার’-এর মহিমা বিলক্ষণ বোঝে। সেই কারণেই এই প্রাণীটি মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে। মানুষের সঙ্গে তাদের বন্ধুত্ব রীতিমতো গাঢ়। মানুষের ইশারা তারা বোঝে। দেখে নিন, কোন প্রাণী তারা।

হ্যাঁ, ঠিকই ধরেছেন। ডলফিন! এ ছাড়াও বলা হয়, পিগমি শিম্পাঞ্জির মধ্যেও এই লক্ষণ রয়েছে। তবে এখনও পর্যন্ত তা প্রমাণিত নয়।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "মানুষ ছাড়া আর একটিই প্রাণী যৌনতায় মাতে"

Leave a comment

Your email address will not be published.


*