নিউজ ডেস্ক : প্রথম ম্যাচের অনেকটা পুনরাবৃত্তি ঘটালেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আগের ম্যাচে প্রথম ওভারেই উইকেট নিয়েছিলেন মাশরাফি। এবার নিলেন নিজের দ্বিতীয় ওভারে। তার বলে ইনিংসের শুরুতেই প্যাভিলিয়নে ফিরলেন লঙ্কান ওপেনার দানুশকা গুনাথিলাকা। মাশরাফির স্লোয়ার শর্ট বলে বাঁহাতি গুনাতিলাকা পুল করতে গিয়ে আকাশে তুলে দেন। ছুট দিলেন ৩ জন ফিল্ডার। শেষ পর্যন্ত অনেকটা দৌড়ে দুর্দান্ত ডাইভ দিয়ে ক্যাচ নিলেন মুশফিক। দানুশকা আউট হওয়ার আগে ১১ বলে ১ বাউন্ডারিতে ৯ রান করেন। ম্যাশের বলে উইকেটকিপার মুশফিকুর রহিমের গ্লাভসে ধরা পড়েন তিনি। দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারাল স্বাগতিকরা।
ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। এই নিয়ে টানা দুই ম্যাচ টসে হারলেন টাইগার ক্যাপ্টেন ম্যাশ। এদিকে সিরিজে ফিরতে মরিয়া শ্রীলঙ্কা দলে এসেছে ৩ পরিবর্তন। ইনজুরি আক্রান্ত নিরোশান ডিকাভিলার জায়গায় এসেছেন অফ স্পিনার দিলরুয়ান পেরেরা। পেস আক্রমণের জন্য একাদশে এসেছেন নুয়ান কুলাসেকারা ও নুয়ান প্রদিপ। বাদ পড়েছেন লাহিরু কুমারা, সাচিথ পাথিরানা ও লাকশান সান্দকান। অন্যদিকে প্রথম ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রেখেছে বাংলাদেশ। একাদশে কোনো পরিবর্তন নেই।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ।
Be the first to comment on "মাশরাফির আঘাতে শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন"