নিউজ ডেস্ক : সরকারের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, মিয়ানমারের সমস্যা সমাধানের জন্য সর্বদলীয় বৈঠক ডাকুন। রাজনৈতিক নেতাদের কাছ থেকে পরামর্শ নিন, কিভাবে সমস্যার সমাধান করা যায়।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কল্যাণ পার্টির আয়োজনে রোহিঙ্গাদের হত্যা বন্ধের প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।
নোমান বলেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশ সরকার কূটনৈতিক পর্যায়ে জোরদার বক্তব্য তুলে ধরতে পারেননি। বাংলাদেশের উচিত কূটনৈতিক পর্যায়ে সমস্যার সমাধান করার জন্য বিশ্ব নেতৃবৃন্দকে আহ্বান জানানো। একই সঙ্গে বাংলাদেশের জনগণকে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিরুদ্ধে এক সঙ্গে আওয়াজ তোলারও আহ্বান জানান বিএনপির এই নেতা।
তিনি আরো বলেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে সূচি এখনো কোনো বক্তব্য রাখেননি। ফলে তার শান্তিতে নোবেল পুরস্কার অনর্থ হয়ে যাবে। তার উচিত নোবেল পুরস্কার প্রত্যাহার করে নেয়া।
Be the first to comment on "মিয়ানমারের সমস্যা সমাধানের জন্য সর্বদলীয় বৈঠক ডাকুন : নোমান"