নিউজ ডেস্ক : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, মুসলমানদের নিধনের জন্য মিয়ানমারে যে ধ্বংসযজ্ঞ চলছে তা খুবই অমানবিক। আজ রবিবার সকালে মাদারীপুর আছমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দিলে সমস্যার স্থায়ী কোনো সমাধান হবে না। তাই আমরা স্থায়ী সমাধানের জন্য ব্যবস্থা নিচ্ছি। আমাদের সরকার বিশ্বের বিভিন্ন দেশকে এ কথা জানিয়েছে এবং মিয়ানমার সরকার বিশেষ টাস্ক র্ফোস গঠন করেছে সমস্যা সমাধানের জন্য।’
জেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ না করার প্রসঙ্গে নৌমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে আসতে পারছে না তার কারণে তারা ভয় পাচ্ছে। বিগত বছরগুলোতে তারা যে আগুন দিয়ে মানুষ হত্যা, গাড়ি পোড়ানো, কুরআন শরিফ পোড়ানো এবং শহীদ মিনার ভাঙার কোনো জবাবদিহিতা জনগণের কাছে করতে পারবে না।
তিনি বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনে আমরা দলীয়ভাবে কোনো প্রার্থী দেইনি। তবে দলের সমর্থিত প্রার্থী থাকবে।’
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মাদারীফুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর আছমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ।
Be the first to comment on "মিয়ানমারে যে ধ্বংসযজ্ঞ চলছে তা অমানবিক: নৌমন্ত্রী"