নিউজ ডেস্ক : মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরে এখন আর কোনো অসুবিধা নেই বলে জানিয়েছেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম। আজ মঙ্গলবার সকালে ফাঁসির রায়ের পুনর্বিবেচনা চেয়ে জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে দেওয়া রায়ের প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল থাকায় সকল উদ্বেগের অবসান হয়েছে। এই রায়ের মধ্য দিয়ে জাতির যে আকাঙ্ক্ষা ছিল তা পূরণ হলো এবং আমরা এতে স্বস্তি অনুভব করছি। মীর কাসেমের মৃত্যুদণ্ডের রায় বহাল না থাকলে সমগ্র জাতির সঙ্গে আমিও হতাশ হতাম।
Be the first to comment on "মৃত্যুদণ্ড কার্যকরে কোনো অসুবিধা নেই"