নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট পদের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বুধবার মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার আমন্ত্রণ পেয়েছেন তিনি। ট্রাম্প তার টুইট বার্তায় জানায়, প্রেসিডেন্ট এনরিকো পেনে নিয়েতোর সঙ্গে দেখা করার বিষয়ে আগ্রহী তিনি। অবশ্য নিয়েতো এই আমন্ত্রণ ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনকেও জানিয়েছে।
বিতর্কিত ক্যাম্পেইনে ট্রাম্প মেক্সিকোর অভিবাসীদের সন্ত্রাসী ও ধর্ষক হিসেবে আখ্যায়িত করেছে। দুই দেশের বর্ডারে দেয়াল নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। পার্টি কনভেনশনের পর থেকে ভোট পূর্ব জরিপে পিছিয়ে পড়ছেন ট্রাম্প।
এদিকে মেক্সিকোর প্রেসিডেন্টের পক্ষ থেকে জানানো হয়, দেশের সরকারের পক্ষ থেকে ট্রাম্প ও হিলারি, উভয়কে আমন্ত্রণ জানানো হয়েছে। ট্রাম্পের ক্যাম্পেইনের পক্ষ থেকে আমন্ত্রণ গ্রহণ করা হয়েছে। এর আগে ট্রাম্পের দেয়াল তৈরির প্রস্তাব উত্থাপনের পর দেশটির প্রেসিডেন্ট পক্ষ থেকে জানানো হয়, দেয়াল তৈরি শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। আর তার জন্য অর্থ দিতে রাজি আছে মেক্সিকো।
Be the first to comment on "মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করবেন ট্রাম্প"