মেসি অধ্যায় কি তাহলে শেষ?

নিউজ ডেস্ক : আসছে সেপ্টেম্বর থেকে রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আবারও মাঠে নামছে আর্জেন্টিনা। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন আশাবাদী, বাছাই পর্বের ম্যাচ দিয়ে অবসর ভেঙে জাতীয় দলের হয়ে আবারও মাঠে নামবেন বার্সেলোনা তারকা। কিন্তু মেসির পরিবারের দাবি, সে রকম কোন চিন্তাই নেই মেসির! এমন কি মেসি জাতীয় দলের কোনো সদস্য নয় বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির বিপক্ষে হেরে দেশের হয়ে বড় কোনো শিরোপা ছোঁয়ার স্বপ্ন আবারও ভঙ্গ হয় মেসির। এরপর হতাশায় অবসরের ঘোষণা দেন বার্সা স্ট্রাইকার। এরপর থেকে দেশটির প্রেসিডেন্ট থেকে শুরু করে সাবেক খেলোয়াড়রা তাকে সিদ্ধান্ত বদলানোর অনুরোধ জানান।

এর মধ্যে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ২৯ বছর বয়সী এ তারকার ফিরে আসার ব্যাপারে জোর সম্ভাবনা দিয়েছিল। কিন্তু মেসি যে সিদ্ধান্তে অপাতত অনড় তা পরিষ্কার করেছেন তার পরিবারের এক সদস্য। গোল ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সদস্যটি বলেন, ‘বর্তমানে সে জাতীয় দলের কোন সদস্য নয়।’

এদিকে, আলবেসেলিস্তা গভর্নি বডি চাইছে মেসি আর্জেন্টিনার পরবর্তী কোচ নির্বাচনে ভূমিকা রাখবে। যেখানে জর্জ সাম্পাওলি ও মার্সেলো বেইলসা কোচের তালিকায় ওপরের দিকে রয়েছেন।

এ প্রসঙ্গে পরিবারের সূত্রটি আরও বলেন, ‘মেসি কোচ নিয়োগের ক্ষমতা রাখে না। এছাড়া সে কাউকে বরখাস্তও করতে পারে না।’

আগামী ১ সেপ্টেম্বর মেন্দোজায় উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর পাঁচ দিন পরে ভেনেজুয়েলার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে লড়বে দুইবারের বিশ্বকাপ জয়ীরা।

সূত্র: গোল ডট কম।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "মেসি অধ্যায় কি তাহলে শেষ?"

Leave a comment

Your email address will not be published.


*