নিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র এম এ মান্নানকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। জামিন স্থগিত চেয়ে দুদকের করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
মান্নানের পক্ষে খন্দকার মাহবুব হোসেন এবং দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন। এই জামিন বহাল থাকায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।
উল্লেখ্য, গত বছরের ১৯ আগস্ট মেয়র এম এ মান্নানের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (সিটি করপোরেশন ২ শাখার) সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়।
মান্নানকে বরখাস্তের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় করা ফৌজদারি মামলার অভিযোগপত্র গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ২০১৫ সালের ১২ মে গ্রহণ করা হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ (২০০৯ সালের ৬০ নম্বর আইন) এর ধারা ১২ এর উপধারা (১) অনুাযায়ী, সিটি করপোরেশনের মেয়র বা কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজদারি মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হলে তাকে সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে। এই ক্ষমতাবলে এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করা হলো।
Be the first to comment on "মেয়র মান্নানের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই"