নিউজ ডেস্ক : যোগরাজ ও শবনমের বিবাহ বিচ্ছেদের পর যুবরাজ সিং মায়ের সঙ্গে থাকবেন বলেই ঠিক করেছিলেন৷ তবে তা নিয়ে ছেলের প্রতি যোগরাজের কোনও রাগ বা অভিমান নেই৷ তিনি ছেলের সেই সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন৷ তারপরও এমন কী হল যে যোগরাজ নিজের ছেলের বিয়েতেই অনুপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন?
এ বিষয়ে প্রাক্তন ক্রিকেটার ও পাঞ্জাবি সিনেমার অভিনেতা যোগরাজ বলেন, “যুবির মা ঠিক করেছে ওকে ধর্মীয় এক গুরুর কাছে নিয়ে যাবে৷ ওঁর সামনেই যুবি ও হ্যাজেলের বিয়ে হবে৷ আমি কখনই কোনও ধর্মীয় গুরুর স্মরণাপন্ন হইনি৷ এই সংস্কৃতিতে বিশ্বাসও করি না৷ শবনমকে তাই জানিয়েছি, বিয়েতে আমি থাকব না৷ আশা করি, ও একা সব কিছু সামলে নিতে পারবে৷”
বিয়েতে না থাকলেও মেহেদি অনুষ্ঠানে হোটেলে থাকবেন যোগরাজ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, “মেহেদি অনুষ্ঠানে থাকার জন্য যুবি আমাকে আমন্ত্রণ জানিয়েছে৷ ছেলের অনুরোধ ফেলতে পারব না৷ আসলে কোনও মহিলা যখন একা দায়িত্ব নিয়ে ফেলে, তখন পুরুষদের পিছনের সিটে চলে যাওয়া উচিত বলে আমি মনে করি৷ শবনমের কাছে প্রচুর টাকা-পয়সা রয়েছে৷ ওর কোনও সমস্যা হবে না৷”
ছেলের বউয়ের প্রসঙ্গ উঠতেই যুবরাজের বাবা বলেন, “ওকে মিষ্টি পরীর মতো দেখতে৷ যুবিকে হ্যাজেল খুব ভাল রাখবে৷ওদের জুটি দেখলে ভাল লাগে৷
সূত্র: সংবাদ প্রতিদিন
Be the first to comment on "যুবরাজের বিয়েতে থাকতে চান না বাবা যোগরাজ"