নিউজ ডেস্ক : রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে শিশুসহ ৬ জনকে পুড়িয়ে হত্যা মামলায় আরো একজনের সাক্ষ্য গ্রহন করা হয়েছে। বুধবার দুপুরে ওই ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী সালাউদ্দিন ভুট্টুর সাক্ষ্য গ্রহন করা হয়। রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. রোকনুজ্জামানের আদালতে চাঞ্চল্যকর এ মামলার বিচারকার্য চলছে। এ পর্যন্ত এ মামলায় ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহনের জন্য আগামী ৫ ও ১২ মে তারিখ নির্ধারণ করা হয়েছে।
এদিকে, কারাগারে আটক মামলার আসামী ৫৪ জন জামায়াত শিবির নেতা কর্মীর মধ্যে ৪৫ জন আসামীর পক্ষে জামিনের আবেদন করা হলে শুনানী শেষে বিজ্ঞ বিচারক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মালেক একজনের সাক্ষ্য গ্রহন ও আসামীদের জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, রংপুরের মিঠাপুকুরের জায়গীরের বাতাসন এলাকায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ হরতালের সময় ২০১৫ সালের ১৩ জানুয়ারী গভীর রাতে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী খলিল পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ঘটানাস্থলেই ৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুসহ ৬ জন মারা যায়। এসময় অগ্নিদগ্ধ হয়েছিল আরো ১৫ বাসযাত্রী।

Be the first to comment on "রংপুরে বাসে পেট্রোল বোমা হামলা মামলায় ১ জনের সাক্ষ্য গ্রহন"