নিউজ ডেস্ক : কয়েক দিন আগে রণবীর কাপুর বলেছিলেন। এবার ক্যাটরিনা কাইফ বললেন। একটি সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন তিনি। রণবীর বরাবর চুপ করে থাকলেও ক্যাটরিনা মাঝেমাঝে হিন্ট দিয়েছেন। সরাসরি না হলেও সম্পর্ক যে ভেঙেছে, সে কথা বলেছেন। এবারও বললেন। সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, ব্রেক আপের পর তিনি কীভাবে নিজেকে সামলালেন? সরাসরি প্রশ্ন। আর উত্তরটাও সরাসরিই দেন ক্যাট। বলেন, অভিনেত্রী হিসেবে তিনি জাঁকজমকে মধ্যে থাকেন। তাঁদের কাজটাই তেমন। কিন্তু যদি তিনি এমন কাজ না করতেন, যদি সাধারণ কোনো চাকরি করতেন, যদি তাঁকে অফিস যেতে হতো, তাহলে তাঁকে কাজ করতে হতো। এ ক্ষেত্রেও তাই হয়েছে। অভিনেত্রী হিসেবে সবসময় তাঁদের লাইমলাইটে থাকতে হয়। একটা চাপ তো থাকেই। কিন্তু ক্যাটরিনার মনে হয়, তাঁর পক্ষে এতে সুবিধাই হয়েছে। একটা জোর কাজ করেছে তাঁর মধ্যে। তাঁকে উঠে দাঁড়াতেও এটাই সাহায্য করেছে। অভিনেত্রী হিসেবে তাঁকে সেরাটা দিতে হবে সব সময়। তাই তিনি বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। আগে রণবীর বলেছিলেন, তাঁর যে ব্রেক আপ হয়েছে, সে কথা তিনি একবারও বলেননি। কিন্তু ক্যাটরিনার উত্তর শুনে তো বোঝাই যাচ্ছে, রণবীর যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন না কেন, চেষ্টা বৃথা।
রণবীরের পর বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা

Be the first to comment on "রণবীরের পর বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা"