নিউজ ডেস্ক : রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশা চোরচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাবের দাবি, এ সময় তাদের কাছ থেকে চারটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেট কারসহ পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাব ২।
গ্রেপ্তার হওয়াদের আন্তজেলা ডাকাতদল ও গাড়ি চোরচক্রের সদস্য দাবি করে র্যাবের এই কর্মকর্তা জানান, তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদের বিবরণ এবং গ্রেপ্তার হওয়াদের নাম-পরিচয় নিশ্চিত করা হয়নি।
দুপুরে আগারগাঁওয়ে র্যাব ২ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা বলা হয়েছে।
Be the first to comment on "রাজধানীতে গাড়ি চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার"