নিউজ ডেস্ক : রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল এ তথ্য নিশ্চিত করেছেন।
সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিসহ বিভিন্ন সংগঠন আন্দোলন-প্রতিবাদ করছে। এসব আন্দোলন কর্মসূচিতে সমর্থন জানিয়েছে বিএনপি।
ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে রামপালে যে তাপ বিদ্যুৎকেন্দ্র হচ্ছে, তা বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের ক্ষতি হবে বলে আশঙ্কা পরিবেশবাদীদের একাংশ ও বাম দলগুলোর।
গত বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্পটি ‘দেশবিরোধী’ উল্লেখ করে তা বাতিলের দাবি জানান। পাশাপাশি প্রকল্পটি সুন্দরবনের কাছ থেকে অন্য এলাকায় সরিয়ে নেওয়ার আহ্বান জানান।
এর আগে গত ২০ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন শেষে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ২৩ নভেম্বর পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়ে ২৪ নভেম্বর থেকে ‘চল চল ঢাকা চল’ এবং ২৬ নভেম্বর ঢাকায় ‘মহাসমাবেশের’ কর্মসূচি ঘোষণা করে।
Be the first to comment on "রামপাল বিদ্যুতকেন্দ্র নিয়ে বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন"