রিশার ঘাতক ওবায়দুল গ্রেফতার

নিউজ ডেস্ক: ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সুরাইয়া আক্তার রিশার (১৫) হত্যাকারী বৈশাখী টেইলার্স কাটিং মাস্টার ওবায়দুল হক(২৮) অবশেষে গ্রেফতার হয়েছে। আজ বুধবার সকাল আটটায় নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় বাজারে একটি হোটেলে নাস্তা করার সময় ডোমার থানা পুলিশ তাকে গ্রেফতারে সক্ষম হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা হতে ডোমারের বিভিন্ন স্থানে ডিএমপি পুলিশ ডোমার থানা পুলিশ, র‌্যাব তাকে ধরতে সাঁড়াশী অভিযান পরিচালনা করছিল।

ডোমার থানার ওসি আহমেদ রাজিউর রহমান জানান গোপন সংবাদে থানার এসআই ফজলুল হকের নেতৃত্বে  চাঞ্চল্যকর রিশা হত্যা কান্ডের ৭দিনের মাথায় খুনি ওবায়দুল হক গ্রেফতার হলো।

খুনি ওবায়দুর গ্রেফতারের পর পর ডোমার থানায় ছুটে যান নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান। তিনি জানান এই আসামীকে গ্রেফতারে সারারাত ধরে ডোমারের বিভিন্ন স্থানে অভিযানের পর সকালে সোনারায় বাজারে  গ্রেফতার করা হয়।  তাকে এখন ঢাকা পাঠানোর প্রস্তুতি চলছে। খুনি ওবায়দুল ঠাকুরগাঁও গোয়ালপাড়া মহল্লার আব্দুস সামাদ ও চান্দনী বেগমের ছেলে। তাদের গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গী গ্রামে।

তদন্তে পুলিশ পেয়েছে ওবায়দুল প্রায়ই রিশার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো। ঘটনার দিনও সে সেখানেই দাঁড়িয়ে ছিল। রিশা আসলে তার সাথে কথা বলার এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওবায়দুল।

খুনি ওবায়দুল ঢাকা হতে পালিয়ে প্রথমে দিনাজপুরের বীরগঞ্জে তার বোন ও দুলাভাইয়ের বাড়িতে অবস্থান নিয়েছিল। সেখানেও পুলিশ অভিযান চালায়। খুনিকে পাওয়া না গেলেও  ওবায়দুলের বোন মোছাম্মৎ খাদিজা বেগম (৩৬) ও দুলাভাই মো. খাদেমুল ইসলামকে (৪৬) আটক করে পুলিশ। তাদের ঢাকায় নেয়া হয়েছে।

গত সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই)  মোশারফ হোসেন বীরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ঘাতক ওবায়দুলের নিজ বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গী গ্রামে ও ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়ার বাড়িতে অভিযান চালায়। সুত্রমতে সেখান হতে পালিয়ে খুনি ওবায়দুল নীলফামারীর ডোমারে এসে অবস্থান নেয়।

মামলার এজাহার থেকে জানা গেছে, প্রায় সাত মাস আগে জামা বানাতে গেলে টেইলার্সে পরিবারের মোবাইল ফোন নাম্বার দেওয়া হয়। আর সেই মোবাইল ফোন নাম্বারের সূত্র ধরেই রিশাকে উত্যক্ত করে আসছিল ওবায়দুল। একপর্যায়ে নাম্বারটি বন্ধ করে দিলে ওবায়দুল আরও বেপরোয়া হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত ২৪ আগস্ট উইলস ফ্লাওয়ার স্কুলের সামনের ফুটওভার ব্রিজে রিশাকে ছুরিকাঘাত করে ওবায়দুল পালিয়ে যায়।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "রিশার ঘাতক ওবায়দুল গ্রেফতার"

Leave a comment

Your email address will not be published.


*