রিশা হত্যার প্রতিবাদ জানাতে স্কুলে যাচ্ছেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক : রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশা (১৪) হত্যার প্রতিবাদ জানাতে আজ স্কুলে যাচ্ছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। আজ সোমবার বেলা ১২টায় ওই স্কুলে তাঁর যাওয়ার কথা রয়েছে।

এর আগে সকাল থেকে শিক্ষার্থীরা হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে ধর্মঘট পালন করছেন। ধর্মঘটে স্কুলের কোনো ক্লাস হয়নি। সকালেই শিক্ষার্থীরা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন। অপর দিকে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার জানিয়েছেন, হত্যাকারী ওবায়দুল খানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনে কাকরাইল ফুটওভার ব্রিজে ইস্টার্ন মল্লিকা মার্কেটের বৈশাখী টেইলার্সের কার্টিং মাস্টার ওবায়দুল খান রিশাকে ছুরিকাঘাত করেন। রবিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রিশা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় রিশার মা তানিয়া আহমেদ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। রিশার বাবা রমজান হোসেন পুরান ঢাকার সিদ্দিক বাজারের একজন ক্যাবল ব্যবসায়ী।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "রিশা হত্যার প্রতিবাদ জানাতে স্কুলে যাচ্ছেন শিক্ষামন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*