নিউজ ডেস্ক : রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য খারাপ খবর। গত মঙ্গলবার স্পোর্টিং লিসবনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গ্যারেথ বেল ডান পায়ের গোড়ালিতে গুরুতর চোট পাওয়ায় এখন তাকে অপারেশন টেবিলে যেতে হচ্ছে। এরপর তাকে কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এল ক্ল্যাসিকোর আগে রিয়ালের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় ধাক্কা।
লন্ডনের একটি হাসপাতালে আগামী মঙ্গলবার বেলের অস্ত্রোপচার করানো হবে বলে রিয়াল মাদ্রিদের পক্ষে থেকে ক্লাবের ওয়েবসাইটে জানানো হয়েছে।
স্বাভাবিকভাবেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। আগামী ৩ ডিসেম্বর হতে যাওয়া ‘এল ক্লাসিকো’ এবার বেলের ‘আওয়াজ’ পাবে না তা মোটামুটি নিশ্চিত!
Be the first to comment on "রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা!"