নিউজ ডেস্ক : বাংলাদেশ সীমান্তে সম্প্রতি রোহিঙ্গা শরণার্থী অনুপ্রবেশের চেষ্টা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মিয়ানমারের রাষ্ট্রদূত মিও মিন সানের কাছে রোহিঙ্গা সংকট ইস্যুতে বাংলাদেশ সরকারের উদ্বেগ প্রকাশ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক সচিব কামরুল আহসানের সঙ্গে সন্ধ্যায় মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে এই বৈঠক পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সচিব রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর মিয়ানমারের নির্যাতন ও আক্রমণ বন্ধ করতে আহ্বান জানান।
মিয়ানমারের রাখাইন অঙ্গরাজ্যে দেশটির সামরিক বাহিনীর রোহিঙ্গাদের উপর আক্রমণের প্রেক্ষিতে এই আহ্বান জানালো বাংলাদেশ সরকার। হাজারো রোহিঙ্গা এই সংকটে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা এই সংকট থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে চাইছে। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের উপর আক্রমণ বন্ধ করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে। উপগ্রহ থেকে তোলা ছবির বরাত দিয়ে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করা হয়েছে। এই ঘটনার তাৎক্ষণিক তাৎক্ষণিক তদন্তের দাবি জানিয়েছে তারা।
Be the first to comment on "রোহিঙ্গা সংকটের প্রেক্ষিতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব"