নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় বৈশাখী পূর্ণিমা তিথী উপলক্ষ্যে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমন্দিরের কালিমাতার ৩০ তম অভিষেক বার্ষিকী উপলক্ষ্যে কালিবাড়ি প্রাঙ্গণ সেজেছিল অপরূপ সাজে। ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত ছিল মন্দিরটি।
প্রতি বছরের ন্যায় এ বছরও জৈষ্ঠ্য মাসের প্রথম সপ্তাহের শনিবার (১৮মে) উপজেলার ঐতিহ্যবাহী ও প্রায় চার’শ বছরের প্রাচীন মন্দির শ্রী শ্রী সিদ্দেশ্বরী কালিমাতার মূর্তি সংস্কারের ৩০তম অভিষেক বার্ষিকী উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এর উদ্ধোধন করেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার (চ:দা:) ও প্রতিষ্ঠানের পদাধীকার সভাপতি এমএম আরাফাত হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মধুসূধন শীল, সহ সাধারন সম্পাদক প্রভাষক রূপক মুখার্জি,সাংগঠনিক সম্পাদক কিশোর রায়, কোষাধ্যক্ষ তপন কুমার বিশ্বাস, প্রচার সম্পাদক কাজল পাল, উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক প্রভাত কুমার বিশ্বাস প্রমুখ।
দিনব্যাপী উৎসবের অনুুষ্ঠান মালার মধ্যে ছিল বিশেষ পূজা অর্চনা, আনন্দ শোভাযাত্রা, শিশু চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা, মতুয়া সমাবেশ ও প্রসাদ বিতরণ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী সুব্রত ঠাকুর। উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী কমল কৃষ্ণ বালার সভাপতিত্বে বক্তব্য রাখেন মন্দির পরিচালনা পর্ষদের সহ-সম্পাদক সাংবাদিক রূপক মুখার্জি, বাংলাদেশ মতুয়া মহাসংঘের নড়াইল জেলা শাখার সভাপতি পরীক্ষিত শিকদার, সাধারণ সম্পাদক নিরঞ্জন ঘোষ, সহ-সভাপতি তপন মজুমদার, ইতনা বুড়ো ঠাকুরের গাছতলা মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি শ্রী তমাল কুন্ডু, প্রমুখ। পরে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও পরে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
Be the first to comment on "লক্ষীপাশা কালিমাতা মন্দিরের বার্ষিক অভিষেক উৎসব পালিত"