নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় ৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক মাদক ব্যবসায়ী উজ্জল শিকদার উপজেলার কুমড়ি পশ্চিম পাড়ার মৃত মোতালেব শিকদারের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) এস আই তাহিদুর রহমান’র নেতৃত্বে সংগীয় এএসআই নাহিদ নিয়াজ, কনস্টেবল মফিজুর রহমান ও মোহন কুন্ডু উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে জামে মসজিদ সংলগ্ন ব্রিজের ওপর থেকে উজ্জল শিকদারকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে লোহাগড়া থানায় হস্তান্তর করেন ডিবি পুলিশ। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃত আসামীকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Be the first to comment on "লোহাগড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক"