নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ার পল্লীতে চাঁদা না পেয়ে ইকবাল শেখ (৪৮) নামে একজন কৃষকের ৫ মাসের গর্ভবতী গরু জবাই করেছে একদল দুর্বৃত্ত। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে জবাইকৃত গরুর মাংস উদ্ধার করেছে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইকরামুল শেখ নামে একজন দুর্বৃত্তকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চর মাউলি গ্রামে এ ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্থ কৃষক ইকবাল শেখ কান্নাজড়িত কন্ঠে গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করে বলেন, ‘একই গ্রামের রতন সরদারের ছেলে সনি সরদার, মিলন সরদার, বালা শেখের ছেলে ইকরামুল শেখ, টুকু শেখের ছেলে সাজ্জাদ শেখসহ ১০/১২ জন দুর্বৃত্ত গত বুধবার (২০ মে) আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা না পেয়ে ওই দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে শনিবার (২৩ মে) বিকাল সাড়ে ৪টার দিকে কুমড়ি বিলের উত্তরডাঙ্গা গরুকে নিয়ে ঘাস খাওয়ানোর সময় আমার ওপর চড়াও হয়ে গলা চেপে মারধোর করে ৫ মাসের গর্ভবতী গরু ছিনিয়ে নিয়ে যায়। এরপর দুর্বৃত্তরা কুমড়ি পূর্বপাড়ার আজিজুল খার মেহগনি বাগানে নিয়ে ওই গরুটি জবাই করে। আমার গরুটির মূল্য প্রায় ১লাখ ৮০ হাজার টাকা’।
খবর পেয়ে লোহাগড়া থানার এস আই আতিকুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে গরুর চামড়াযুক্ত মাংস উদ্ধার করেন। এ ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে বালা শেখের ছেলে ইকরামুল শেখকে গ্রেফতার করেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Be the first to comment on "লোহাগড়ায় চাঁদা না পেয়ে কৃষকের গর্ভবতী গরু জবাই,গ্রেফতার ১"