নিউজ ডেস্ক: বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলামের ওপর গত ২৫ অক্টোবর সন্ত্রাসী হামলার ঘটনায় নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুলের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লোহাগড়া ছাত্রলীগের নেতা কর্মীরা। রোববার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে লোহাগড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে সরকারী লোহাগড়া কলেজ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে লক্ষীপাশা চৌরাস্তায় সংগঠনের সহ সভাপতি ইমরান শেখের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক সুজন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রোমান রায়হান, অর্থ বিষয়ক সম্পাদক আঃ রাজ্জাক, পৌর ছাত্রলীগের সহ সভাপতি শেখ ছগির উদ্দিন সনেট প্রমুখ।
লোহাগড়ায় ছাত্রলীগের মিছিল ও বিক্ষোভ সমাবেশ

Be the first to comment on "লোহাগড়ায় ছাত্রলীগের মিছিল ও বিক্ষোভ সমাবেশ"