রাশেদ জামান, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ॥ নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩০ মে) লোহাগড়া উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় আল মারকাজুল ইসলামী মাদ্রাসার মসজিদ কমপ্লেক্সে দোয়া মাহফিল ও কোনআনখানীর আয়োজন করা হয়। এ সব কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জিএম নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: টিপু সুলতান, জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক সৈয়দ আব্দুস সবুর, বিএনপি নেতা শেখ মশিয়ার রহমান সান্টু, রবিউল ইসলাম পলাশ, সামছুল হক আজাদ, লোহাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান এসএম শাহীন বিপ্লব, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী,ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা মুছা উদ্দিন মামুন ও রুহুল আমীন, যুবদলের সাবেক সভাপতি খান মাহমুদ আলম, সাবেক সাধারণ সম্পাদক আহাদুজ্জামান বাটু, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক বিএম মেহেররব হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব শেখ হেলাল, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মুস্তাহিদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ অহেদুজ্জামান, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আইয়ুব মোল্যা, জয়পুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা প্রমুখ।
Be the first to comment on "লোহাগড়ায় জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত"