শিরোনাম

লোহাগড়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা ও ইফতার মাহফিল

লোহাগড়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা ও ইফতার মাহফিল

নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় দুর্নীতিবিরোধী মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতায় সোমবার (২৭মে) বিকেলে উপজেলা পরিষদ মিলনয়তনে এ সভা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতিবিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি শেখ নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপ-পরিচালক নাজমুচ্ছায়াদাত। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, সহকারী কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন, কমিটির সহসভাপতি শেখ কবির হোসেন, সাবেক সভাপতি অরবিন্দ আচার্য, আইনজীবী শরিফ মাহাবুবুল করিম, সাংবাদিক রেজাউল করিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নাজমুচ্ছায়াদাত বলেন, দুর্নীতিকে সহনীয় পর্যায়ে রাখতে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সাংবাদিকদের কলমের লেখনি দুর্নীতি প্রতিরোধে বড় ভূমিকা রাখে। সে চেষ্টা অব্যাহত রাখতে হবে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা ও ইফতার মাহফিল"

Leave a comment

Your email address will not be published.


*