নিউজ ডেস্ক \ নড়াইলের লোহাগড়া উপজেলার কাউড়ীখোলা-কামঠানা গ্রামে এক নারী(৩৬) কে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে লম্পটরা লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে মারাত্বক জখম করেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে এঘটনা ঘটেছে। পথচারীরা আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে লোহাগড়া হাসাপতালে ভর্তি করেছেন।
পথচারীরা জানায়, কাউড়ীখোলা-কামঠানা গ্রামে রাত সাড়ে ৯টার দিকে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে দেখতে পেয়ে আমরা তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করি। পরে কর্তব্যরত ডাক্তার পুলিশকে খবর দিলে পুলিশ হাসপাতালে এসে ওই নারীর চিকিৎসাসহ যাবতীয় খোঁজ-খবর নেয়।
কয়েকজনের নাম উল্লেখ করে ওই নারী জানায়, কাউড়ীখোলা-কামঠানা এলাকায় আমাকে কয়েকজন লম্পট জোর করে ধরে বাগানে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। আমি সাড়া না দেওয়ায় লম্পটরা আমাকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়েছে।
হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার রিপন কুমার ঘোষ বলেন, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার চিকিৎসা চলছে।
লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আমানুল্লাহ আল-বারী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Be the first to comment on "লোহাগড়ায় ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে নারীকে বেধড়ক মারপিট"