নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
এলাকা বাসী সুত্রে জানা গেছে, উপজেলার চরমঙ্গল হাটা গ্রামের সোহরাব শেখের ছেলে ও লোহাগড়া আদর্শ সরকারী কলেজের ১ম বর্ষের ছাত্র রিফাত (১৭) গত কাল শুক্রবার বিকালে বাড়ির পাশের একটি খালে জ্বাল নিয়ে মাছ ধরতে যায়। পরে এলাকাবাসী খালের পানির মধ্যে রিফাতকে পড়ে থাকতে দেখে তার বাড়িতে খবর দেয়। পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লাইলা সুলতানা জানান,রিফাতের মৃত্যু হাসপাতালে আনার আগেই হয়েছে।
Be the first to comment on "লোহাগড়ায় পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু"