শিরোনাম

লোহাগড়ায় মাদক কারবারী ছিনিয়ে নিলেন গরু ব্যবসায়ীর টাকা

লোহাগড়ায় মাদক কারবারী ছিনিয়ে নিলেন গরু ব্যবসায়ীর টাকা

নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় একজন গরু ব্যবসায়ীকে মারধোর করে প্রায় ২ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে । জানা যায়,গত ২৪ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চর-মল্লিকপুর গ্রামের মৃত আব্দুল আলিম শেখের ছেলে মিন্টু শেখ লোহাগড়া বাজারে তিনটি গরু বিক্রি করে নগদ ১লক্ষ ৯০ হাজার টাকা নিয়ে ভ্যানযোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে লোহাগড়া পৌর এলাকার কুন্দশী গ্রামের খেজুর বাগান নামকস্থানে পৌছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দোয়া মল্লিকপুর গ্রামের মৃত মোহাম্মাদ মল্লিকের ছেলে ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আলমগীর মল্লিকের নেতৃত্বে ৪-৫ জনের একদল সংঘবদ্ধ চক্র ওই গরু ব্যবসায়ীর ভ্যানের গতিরোধ করে বেধড়ক মারপিট করে তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় ওই গরু ব্যবসায়ীকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিষয়টি গ্রাম্য সালিশের মাধ্যমে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে ভূক্তভোগী গত ২৭ ফেব্রুয়ারী রাতে লোহাগড়া থানায় একটি এজাহার দাখিল করেন। বিষয়টি পুলিশের তদন্তাধীন রয়েছে ।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন মারপিটের বিষয়টি স্বীকার করে বলেন, তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় মাদক কারবারী ছিনিয়ে নিলেন গরু ব্যবসায়ীর টাকা"

Leave a comment

Your email address will not be published.


*