নিউজ ডেস্ক॥ ‘আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এ প্রতিপাদ্য নিয়ে দুর্নীতির বিরুদ্ধে শপথ নিয়েছে নড়াইলের লোহাগড়ার লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। রোববার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী সমাবেশে এ শপথ নেয় তাঁরা। শপথে প্রায় দেড়’শ শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষার্থীরা নিজেরা কখনো দুর্নীতি প্রশ্রয় দিবে না এবং অন্যকে এগুলো থেকে দূরে রাখতে কাজ করবে বলে শপথ নেয়। শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন।
সমাবেশের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাবেশে সৎ কর্মকর্তা হিসেবে সহকারী কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেনকে করতালির মাধ্যমে সবাই সম্মাননা জানায়।
এ সমাবেশের আগে উপজেলা পরিষদের সামনের সড়কে দুর্নীতিবিরোধী মানববন্ধন হয়। পরে উপজেলা সদরে র্যালি হয়। এসব কর্মসূচিতে উপজেলার কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশ গ্রহন করেন। দুর্নীতিবিরোধী সমাবেশ জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয়। এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ নজরুল ইসলাম, সহস-ভাপতি শেখ কবির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমান প্রমুখ।
Be the first to comment on "লোহাগড়ায় শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে শপথ"