নিউজ ডেস্ক॥ শাহজাহান সাজু,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি॥ নড়াইলের লোহাগড়া হাসপাতালে জনবল সংকটের কারনে গর্ভবতী মহিলা ও শিশুদের টিকাদান কার্যক্রম ব্যহত হচ্ছে। সেবা না পেয়ে গত ২/৩ দিন যাবৎ গর্ভবতী মহিলা ও শিশুরা বাড়িতে ফিরে যাচ্ছেন।
গতকাল রোববার লোহাগড়া হাসপাতালে সরজমিনে গিয়ে জানা গেছে, হাসপাতালের টিকাদান বিভাগ খোলা থাকলেও সেখানে কোন কর্মকর্তা-কর্মচারী নেই। ঘন্টার পর ঘন্টা ধরে পৌরসভার খলিশাখালী গ্রামের আযম মোল্যার গর্ভবতী স্ত্রী কুলসুম বেগম, গোপিনাথপুর গ্রামের শারমিন আক্তার দুই দিন টিটি টিকা নিতে এসে কাউকে না পেয়ে বাড়ি ফিরে গেছেন। উপজেলার কাশিপুর গ্রামের নওশের কাজীর পনের মাস বয়সী শিশু সন্তান আফান,জয়পুর গ্রামের শিমুল শেখ’র নয় মাস বয়সী শিশু সন্তান লাবীবাসহ আরো অনেক শিশুর অভিভাবকরা অভিযোগ করে বলেন, গত ৩/৪ দিন ধরে শিশুদের টিকা দিতে হাসপাতালে এসে কোন লোক না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছি। টিকা নেওয়ার জন্য গর্ভবতী মহিলা ও শিশুদের নিয়ে তাদের অভিভাবকরা টিকা নেওয়ার জন্য দীর্ঘ সময় দাড়িয়ে আছেন। উপায়ন্ত না পেয়ে তারা হাসপাতালের জরুরী বিভাগে গিয়ে জানতে পারেন, নার্স শাহানারা বেগম টিকা দেবেন,তবে অপেক্ষা করতে হবে। এরও ঘন্টা খানেক পর জানতে পারেন দায়িত্বে থাকা নার্স শাহানারা ১৫ দিনের ছুটিতে আছেন। তার পরিবর্তে কোটাকোল ইউনিয়ন স্বাস্থ্য সহকারী আনিচুর রহমান টিকা দিবেন। কিন্তু তিনি অফিস ফেলে স্ত্রীকে নিয়ে অন্যত্র চলে গেছেন। পরবর্তীতে টিকাদান কর্মসূচীর সুপারভাইজার সাইদ মোল্যা মোবাইল ফোনে কাশিপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী আদুরী খানমকে ডেকে এনে টিকাদান কার্যত্রম শুরু করেন ।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফুন নাহার জানান, উপজেলাতে মোট ৪৫ জন স্বাস্থ্য সহকারীর পদ থাকলেও কর্মরত আছে মাত্র ২৫ জন। ফলে জনবল সংকটের কারনে টিকাদান কার্যক্রম কিছুটা হলেও ব্যহত হচ্ছে।
Be the first to comment on "লোহাগড়া হাসপাতালে জনবল সংকট, টিকাদান কার্যক্রম ব্যহত!"