নিউজ ডেস্ক : উচ্চ আদালত থেকে জামিন পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। তার বাংলাদেশি ও ব্রিটিশ পাসপোর্ট জমা দেয়ার শর্তে জামিনটি মঞ্জুর করা হয়েছে। এর আগে তাকে প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদকে ‘হত্যা চেষ্টা’র মামলায় গ্রেফতার করা হয়।
শফিক রেহমানের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী আসাদুজ্জামান। তিনি জানান, তিন মাসের জন্য এই জামিনটি পেয়েছেন বাংলাদেশের অন্যতম আলোচিত এই সাংবাদিক।
আসাদুজ্জামান জানিয়েছেন, পাসপোর্ট জমা দেয়ার শর্তে তার জামিনটি মঞ্জুর করা হয়েছে। তবে তার পাসপোর্ট এর মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জব্দ করেছে।
চলতি বছরের এপ্রিলের ১৬ তারিখে ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার করা হয়। তখন শফিক রেহমান হাজতে তার স্ত্রী দেখা করতে গেলে বলেন যে, রাজনৈতিক কারণে এবং খালেদা জিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, বিএনপিতে শফিক রেহমানের কোনো পদ- পদবি না থাকলেও নীতি নির্ধারণী পর্যায়ে তার খুব ভালো প্রভাব আছে।
৮০-এর দশকে বাংলাদেশের সাংবাদিকতার আলোচনার কেন্দ্রে ছিলেন শফিক রেহমান। তার সম্পাদিত পত্রিকার নাম ‘যায় যায় দিন’। তবে দীর্ঘ দিন ধরে তিনি আর এই পত্রিকাটি সম্পাদনা করছেন না। এ ছাড়া টিভিতে ‘লাল গোলাপ’ নামের একটি ম্যাগাজিন অনুষ্ঠানের সঞ্চালনা করেও তিনি দারুণ জনপ্রিয়তা পান।
Be the first to comment on "শফিক রেহমানের জামিন, পাসপোর্ট জব্দ"