শিক্ষকদের রাজনীতি করার দরকার নেই: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষকদের রাজনীতি করার কোনো দরকার নেই। শিক্ষকরা সরাসরি রাজনীতি করলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ধ্বংস হয়, নষ্ট হয় ছাত্র রাজনীতি।

রোববার বেলা ১২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে শাখা ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে কোনো শক্তি মুছে দিতে পারবে না।’

ক্ষমতার দাপট না দেখাতে এসময় তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও জাকসুর সাবেক ভিপি একেএম এনামুল হক শামীম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুুদুর রহমান জনি।

এদিকে, আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিষ্ঠিত দেশের প্রথম সাংবাদিক সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) পরিদর্শন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। পরে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এ সময় তারা সাংবাদিক সমিতির সদস্যদের ভূয়সী প্রশংসা করে ছাত্রলীগের গঠন মূলক সমালোচনা করার আহ্বান জানান।

পরে জাবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে বিশ্ববিদ্যালয়ের ডায়েরি উপহার দেয়া হয়।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "শিক্ষকদের রাজনীতি করার দরকার নেই: ওবায়দুল কাদের"

Leave a comment

Your email address will not be published.


*