শেষ মুহূর্তে ফিলিস্তিনকে ওবামার ২২ কোটি ডলার সহায়তা

নিউজ ডেস্ক : সদ্যবিদায়ী মার্কিন বারাক ওবামা প্রেসিডেন্ট হিসেবে তার ওভাল অফিস ছাড়ার কয়েক ঘণ্টা আগে সর্বশেষ পদক্ষেপ হিসেবে ফিলিস্তিনের জন্য ২২ কোটি ১০ লাখ ডলার অর্থ সহায়তা পাঠান। তবে তার এই সিদ্ধান্তে কংগ্রেসে রিপাবলিকান সদস্যদের ঘোর আপত্তি ছিল। তাদের আপত্তি সত্ত্বেও তিনি ওই অর্থ পাঠিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো এই অর্থ গাজা ও পশ্চিমতীরের মানবিক সহায়তার কাজে ব্যবহৃত হবে বলে জানা গেছে। সেই সঙ্গে সুশাসন ও রাজনৈতিক সংস্কারের কাজেও এই অর্থ লাগানো হবে। খবর ফক্স নিউজের।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানান, “বারাক ওবামা শুক্রবার সকালে এই অর্থ খরচের ব্যাপারে কংগ্রেসকে অবহিত করেন। এর কয়েক ঘণ্টা পরই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডেনাল্ড ট্রাম্প। ”

সেই কর্মকর্তা আরও জানান, “তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বৃহস্পতিবার অফিস ছাড়ার কিছুক্ষণ আগে ফিলিস্তিনকে অর্থ সহায়তার বিষয়টি হাতেগোনা কয়েকজন কংগ্রেস সদস্যকে জানিয়েছিলেন। তবে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানানো হয় ট্রাম্পের শপথ গ্রহণের কয়েক ঘণ্টা আগে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "শেষ মুহূর্তে ফিলিস্তিনকে ওবামার ২২ কোটি ডলার সহায়তা"

Leave a comment

Your email address will not be published.


*