শিরোনাম

সংস্কৃতিমন্ত্রীর গাড়িবহরে হামলার আসামি হেলাল গ্রেপ্তার

নিউজ ডেস্ক : সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা মামলার চার্জশিটভুক্ত আসামি জামায়াত নেতা আবু হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নীলফারামী শহরের আনন্দ বাবুর পুল নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বাবুল আকতার। গ্রেপ্তার আবু হেলাল জেলা জামায়াতে সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এবং চাঁদেরহাট ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ।

তিনি বলেন, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ ট্রাজেডির অন্যতম আসামি ছিলেন হেলাল। ওই দিন তৎকালীন সংসদ সদস্য ও বর্তমান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর জামায়াতে আক্রমণের শিকার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে শহরের নিজ বাড়ি ফেরার পথে তার গাড়ি বহরে রামগঞ্জ বাজারে হামলা চালায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে আওয়ামী লীগের চার নেতা হত্যাকাণ্ডের শিকার হন। তবে, ভাগ্যেক্রমে বেঁচে যান আসাদুজ্জামান নূর।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "সংস্কৃতিমন্ত্রীর গাড়িবহরে হামলার আসামি হেলাল গ্রেপ্তার"

Leave a comment

Your email address will not be published.


*