নিউজ ডেস্ক : অপেক্ষার শেষ। মুক্তি পেল কর্ণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর টিজার। শুরুতেই তা ঝড় তুলেছে ইউটিউবে। ঐশ্বর্যা রাই বচ্চন এবং অনুষ্কা শর্মার সঙ্গে রণবীর কপূরের কেমিস্ট্রি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে বি-টাউনে।
এর আগে ‘বম্বে ভেলভেট’-এ রণবীর-অনুষ্কার কেমিস্ট্রি দেখেছেন দর্শক। কিন্তু, ঐশ্বর্যার সঙ্গে রণবীরের রোমান্স এই প্রথম। ফাওয়াদ খানকে দেখা যাবে ক্যামিও চরিত্রে। টিজারে অরিজিত্ সিংহের গানও মন কেড়েছে সকলের।
কিন্তু, আলোচনার কেন্দ্রে রণবীর-ঐশ্বর্যা। সূত্রের খবর, এই ছবিতে ঐশ্বর্যা-রণবীরের বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। ঐশ্বর্যা নিজে নাকি কর্ণ জোহরকে দৃশ্যগুলি বাদ দেওয়ার অনুরোধ করেছিলেন। ‘লিপ-লক’-এর দৃশ্যে ঐশ্বর্যা অস্বস্তি বোধ করায় দৃশ্যটি নাকি অন্য ভাবে শুট করা হয়েছে। সত্যিই কি তাই? দেখুন তো, টিজারে তার উত্তর রয়েছে কিনা।
Be the first to comment on "সত্যিই কি ঐশ্বর্যা-রণবীর ঘনিষ্ঠ? দেখুন ভিডিও"