নিউজ ডেস্ক: শিরোপার স্বপ্ন শেষ হয়ে গেছে আগেই, এবার লড়াইটা শীর্ষ চারে থাকার। পয়েন্ট তালিকার নিচের দিকের দল সান্ডারল্যান্ডের মাঠে গোলশূন্য ড্র করায় সেটাও সহজ হচ্ছে না আর্সেনালের।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই গোলের জন্য খেলতে থাকে আর্সেনাল। তবে ম্যাচের ২০ মিনিটে অধিকাংশ সময় বল দখলে রাখলেও তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি সানচেজ-ওজিলরা। উল্টো ম্যাচের ২১ মিনিটে ভাগ্যের সহতায় বেঁচে যায় গানাররা। ডাচ ডিফেন্ডার প্যাট্রিক ফন আনহোল্টের ফ্রি-কিক পোস্টে লেগলে গোল বঞ্চিত হয় স্বাগতিক শিবির।
ম্যাচের ৩৩ মিনিটে আলেক্সিস সানচেসের ফ্রি-কিক গোলরক্ষক ভিতো মানোনে ঠেকিয়ে দিলে আর্সেনাল সমর্থকদের হতাশ হতে হয়। ফলে গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে গোল পেতে মরিয়া কোচ ওয়েঙ্গার অলিভিয়ে জিরুদ ও আইওবির বদলে মাঠে নামান যথাক্রমে ড্যানি ওয়েলবেক ও থিও ওয়ালকটকে। তাতেও অবশ্য কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি আর্সেনাল। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। ড্রতে আর্সেনালের ক্ষতি হলেও লাভ হয়েছে সান্ডারল্যান্ডের। মূল্যবান ১ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে তারা। আর ৬৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আর্সেনাল। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।
উল্লেখ্য, ইপিএলের প্রথম তিনটি দল পরের মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার সুযোগ পাবে। চতুর্থ দলটিরও সুযোগ থাকবে প্লে-অফ খেলা মূল পর্বে আসার।

Be the first to comment on "সান্ডারল্যান্ডের বিপক্ষে আর্সেনালের ড্র"