নিউজ ডেস্ক : সিলেট সুনামগঞ্জ সড়কের বড়কাপন এলাকায় বাসচাপায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ছাতক উপজেলার কামরাঙ্গী গ্রামের সমছু মিয়ার ছেলে নাদিম (১০)। একই গ্রামের মৃত মছক আলীর স্ত্রী কাচমালা বেগম (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহী মিনিবাস পথচারী নাদিম ও কাচমালা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাদিম মারা যায়। গুরুতর আহতবস্থায় কাচমালা বেগমকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাউবাজার পুলিশ তদন্তকেন্দ্রের এসআই নূর হোসেন জানান, বাসের চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসচালক পারভেজকে আটক করা হয়েছে।
Be the first to comment on "সুনামগঞ্জে বাসচাপায় দুই পথচারী নিহত"