নিউজ ডেস্ক : বাংলা মঞ্চ, টিভি নাটক এবং বড়পর্দার প্রখ্যাত দুই অভিনয়শিল্পী তারিক আনাম খান ও সুবর্ণা মুস্তাফা। সম্প্রতি তারা অভিনয় করেছেন নির্মাতা আবু হায়াত মাহমুদের ‘হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’ নাটকটিতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’ অবলম্বনে নাটকটির চিত্রনাট্য তৈরি করা হয়েছে।
নাটকটির আরেকটি চমক হলো, এতে তারিক আনাম খানের তরুণ বয়সের চরিত্রে (ফ্লাশব্যাক) অভিনয় করেছেন তার ছেলে আরিক। একই নাটকে বাবা-ছেলের উপস্থিতি একটি ভিন্ন মাত্রা যোগ করবে তা বলাই বাহুল্য। অন্যদিকে ‘তরুণী’ সুবর্ণা মুস্তাফার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। আসন্ন ঈদুল আজহায় বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভিতে নাটকটি প্রচার হবে।
Be the first to comment on "সুবর্ণা-তারিক আনামের ‘হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’"