শিরোনাম

সৌম্যকে নিয়ে চিন্তিত নয় রংপুর

নিউজ ডেস্ক : অনেকদিন ধরে রুদ্ররুপে দেখা যাচ্ছে না জাতীয় দলের মারকুটে ওপেনার সৌম্য সরকারকে। পারফরমেন্সের কারণে বাদ পড়েছিলেন ইংল্যান্ড সিরিজে। সেই সিরিজের তিনটি প্রস্তুতি ম্যাচ এবং চলতি বিপিএলেও তার প্রত্যাবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এখনও। তবু দলের আইকন খেলোয়াড় এই বাঁহাতি ওপেনারকে নিয়ে চিন্তিত নয় রংপুর রাইডার্স।

চলতি বিপিএল আসরে এখন পর্যন্ত ছয় ম্যাচে তরুণ ড্যাশিং ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে মাত্র ৭৭ রান! এরপরও পয়েন্ট তালিকায় সবার উপরে রংপুর। কারণ সৌম্য ছাড়া পারফর্ম করছেন প্রায় সবাই। সে কারণেই হয়তো সৌম্যর এই লাগাতার ফর্মহীনতা চিন্তায় ফেলেনি রংপুরকে। গতকাল ম্যাচ শেষে জিয়াউর রহমান বললেন “তাকে নিয়ে আমরা একটুও চিন্তিত নই।”

আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই হইচই ফেলে দেওয়া সৌম্যর ব্যাটে আর দেখা যাচ্ছে না স্ট্রোকের ফুলঝুড়ি। প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে করেছিলেন ২৩ রান। সেটাই তার সর্বোচ্চ। এরপর ১৩, ২, ১৪, ২২ এবং গতকাল ১৩ বলে খেলেছেন ৩ রানের ইনিংস! এই রান তার নামের সঙে একেবারেই মানায় না। এত লম্বা সময়ের রানখরায় ভোগা একজন ব্যাটসম্যানের জন্যও কষ্টদায়ক। জাতীয় দলের জন্যও ভালো খবর নয়। এমতাবস্থায় কী করতে পারেন সৌম্য?

জিয়াউর রহমান বললেন, “সৌম্য ভালো খেলোয়াড়। এখন একটু আউট অব ফর্ম আছে। কিন্তু আমরা সেটা মাথায় নিচ্ছি না। ও নির্ভার আছে। অনুশীলনেও ভালো করছে। আশা করছি, ও দ্রুত ভালো করবে।”

সৌম্যর রুদ্ররুপে প্রত্যাবর্তনের অপেক্ষায় আছে ক্রিকেটপ্রেমীরা। সৌম্য নিজেও হয়তো চেষ্টা করছেন আসল সমস্যাটা খুঁজে বের করতে। সেটা যত তাড়াতাড়ি খুঁজে পাবেন ততই মঙ্গল। আবারও তবে ২২ গজে দেখা যাবে চোখ ধাঁধানো সব শট।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "সৌম্যকে নিয়ে চিন্তিত নয় রংপুর"

Leave a comment

Your email address will not be published.


*