নিউজ ডেস্ক : প্রায় ১ মাস চিকিৎসাধীন থাকার পর রাজধানীর স্কয়ার হাসপাতাল ছেড়েছেন সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিস। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি স্কয়ার হাসপাতাল থেকে সাভারের সিআরপির উদ্দেশে রওনা হন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খাদিজা সেখানে ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করবেন। খাদিজার হাসপাতাল ছাড়ার বিষয়টি স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের সহযোগী পরিচালক ডা. মির্জা নাজিম উদ্দিন নিশ্চিত করেন। তিনি বলেন, খাদিজা সাভারের সিআরপিতে ফিজিওথেরাপি গ্রহণ করবেন।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজে বিএ (পাস) পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত হন সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিস। হামলার পর প্রথমে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর সেখান থেকে ৪ অক্টোবর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে এনে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়। স্কয়ার হাসপাতালে প্রথম দফায় নার্গিসের মাথায় ও পরে হাতে অস্ত্রোপচার করা হয়। তার অবস্থার একটু উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।
এরপর আইসিইউ থেকে এইএসডিইউতে স্থানান্তর করা হয়। সেখান থেকে ২৬ অক্টোবর তাকে কেবিনে নেওয়া হয়। এরপর আবারও মাথায় ও হাতে অস্ত্রোপচার করা হয়। গত ২৬ নভেম্বর স্কয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে খাদিজা জানান, আমি ভালো আছি, সুস্থ আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করেছেন। প্রধানমন্ত্রী, স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ, গণমাধ্যমকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে খাদিজা বলেন, দোয়া করবেন, যেন আমি পুরোপুরি সুস্থ হতে পারি।
ওই দিনই স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের সহযোগী পরিচালক ডা. মির্জা নাজিম উদ্দিন জানিয়েছিলেন, খাদিজাকে সাভারের সিআরপিতে স্থানান্তর করা হবে। কারণ তার ফিজিওথেরাপি দরকার। চিকিৎসকরা আরও জানান, খাদিজা এখন নিজে খেতে পারে, যেকোনো লেখা পড়তে পারে। জোরে জোরে হাসতেও পারে। তার ফিজিওথেরাপি দরকার। তাকে ভালো ফিজিওথেরাপির জন্য রেফার করা হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাভারের সিআরপিতে ফিজিওথেরাপি নেবেন খাদিজা।
Be the first to comment on "স্কয়ার হাসপাতাল ছাড়লেন খাদিজা"