নিউজ ডেস্ক : স্বামীকে উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন ভারতীয় তরুণী। এজন্য পুরো ছক সাজিয়ে ফেলেছিলেন টেলিভিশনের ক্রাইম সিরিজ দেখে। নিজেকে অপহরণ করে নিজের স্বামীর কাছেই চেয়েছিলেন ১০ লক্ষ টাকা মুক্তিপণ। কিন্তু শেষরক্ষা হল না। ধরা পড়ে গেলেন মুম্বাই পুলিশের হাতে৷
পুলিশ সূত্রে জানা গেছে, ২৯ বছরের ওই নারী স্বামীর সঙ্গে কোচিং সেন্টার চালাতেন। কয়েকদিন আগেই দুপুর একটার দিকে তিনি ঘর থেকে কোচিংয়ে ক্লাস করানোর উদ্দেশে বেরিয়েছিলেন। ঘণ্টাখানেক পর নারীর স্বামী একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পান। যাতে মুখ বাঁধা অবস্থার তার স্ত্রীর অজ্ঞান হয়ে পড়ে থাকার একটি ছবি ছিল। ঠিক ১৫ মিনিটের ব্যবধানে আরও একটি মেসেজে মুক্তিপণ হিসেবে ১০ লক্ষ টাকা দাবি করা হয়েছিল।
স্ত্রীর অপহরণের মেসেজ পেয়েই পুলিশের কাছে যান স্বামী। ঘটনার তদন্তে নেমে নারীর যাত্রাপথের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। যাতে তাকে পার্শ্ববর্তী একটি রেলস্টেশনের কাছে একা ঘোরাফেরা করতে দেখতে পাওয়া যায়। এরপরই মোবাইল ফোনের সূত্র ধরে রহস্যের সমাধান করে মুম্বাই পুলিশ। পুলিশের জেরার মুখে নিজের এই কীর্তির কথা স্বীকার করে নেন ওই নারী। তার অভিযোগ, যৌথভাবে কোচিং সেন্টার চালানোর পরও স্বামী ঠিকঠাক লভ্যাংশ দেন না। সেই জন্যই এই পদক্ষেপ নিয়েছেন তিনি। কোন পুলিশি অভিযোগ অবশ্য দায়ের করা হয়নি শেষ পর্যন্ত। তাই গ্রেফতার করা হয়নি তাকে।
Be the first to comment on "স্বামীকে শিক্ষা দিতে অপহরণের নাটক স্ত্রীর!"