নিউজ ডেস্ক : সাভারে পোশাক কারখানার শ্রমিকবাহী বাস ও অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৪০ জন শ্রমিক। আজ বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়ার নিমেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে রাজধানীর শ্যামলী থেকে অনুমান চল্লিশ জন শ্রমিক নিয়ে একটি যাত্রীবাহী বাস রাজফুলবাড়িয়া এলাকায় ‘ডেলিকেট’ গার্মেন্টস এর উদ্দেশ্যে রওয়ানা দেয়। শ্রমিকবাহী বাসটি মহাসড়কের নিমেরটেক এলাকায় পৌঁছলে সামনে থেকে আসা ‘তিসা এন্টারপ্রাইজ’ নামের যাত্রীবিহীন অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শ্রমিকবাহী বাসটি মহাসড়কের উপরে দুমড়ে-মুচড়ে গিয়ে অন্তত ৪০ জন পোশাক শ্রমিক আহত হয়। পরে স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মহাসড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দু’টি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
Be the first to comment on "সড়ক দুর্ঘটনা ॥ সাভারে ৪০ পোশাক শ্রমিক আহত"