শিরোনাম

হত্যাকারীরা যেন দেশ ছাড়তে না পারে, আইজিপিকে সতর্ক থাকতে বললেন হাইকোর্ট

হত্যাকারীরা যেন দেশ ছাড়তে না পারে, আইজিপিকে সতর্ক থাকতে বললেন হাইকোর্ট

নিউজ ডেস্ক॥ বরগুনায় স্ত্রীর সামনে প্রকাশ্যে কুপিয়ে রিফাত শরীফের হত্যা মামলার আসামিরা যেন দেশত্যাগ বা বর্ডার ক্রস করতে না পারে সে বিষয়ে আইজিপিকে সতর্ক ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন হাইকোর্ট। আজ দুপুরে হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

বিষয়টি আদালত নজরে রাখবে বলেও জানান বিচারক। নিহতের স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলে আদালতকে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আগামী বৃহস্পতিবার অগ্রগতি জানাতে বলেছেন হাইকোর্ট।

দুপুরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার আদালতে বলেন, ইতিমধ্যে মামলার ৪ নম্বর আসামি গ্রেপ্তার হয়েছেন। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। যত দ্রুত সম্ভব প্রত্যেক আসামিকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে।

ডিসি-এসপি ও ওসির সঙ্গে কথা বলে এ তথ্য দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

এ সময় আদালত রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে বলেন, আইজি সাহেবকে বলেন আসামিরা যেন দেশত্যাগ করতে না পারে, বর্ডার ক্রস করতে না পারে। এজন্য সীমান্তে রেড অ্যালার্ট জারি করতে বলবেন।

এর আগে সকালে হাইকোর্ট বরগুনায় হত্যাকাণ্ডের ঘটনায় কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা দুপুর দুইটার মধ্যে জানাতে বলেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "হত্যাকারীরা যেন দেশ ছাড়তে না পারে, আইজিপিকে সতর্ক থাকতে বললেন হাইকোর্ট"

Leave a comment

Your email address will not be published.


*