শিরোনাম

হাসনাত-তাহমিদ জিজ্ঞাসাবাদের পর্যায়ে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার পর সন্দেহভাজন হিসেবে আটক আবুল হাসনাত রেজাউল করিম ও তাহমিদ হাসিব খান ‘জিজ্ঞাসাবাদের পর্যায়ে’ রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। গুলশানে হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক  হাসনাত ও প্রবাসী যুবক তাহমিদ আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়ার কথা জানায় পুলিশ। তবে তাদের পরিবারের বলছে, তারা নিখোঁজ।

এই দু’জন এখন কোথায় আছে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘তারা কোথায় আছে তা তদন্তকারীরা বলতে পারবেন। তাদের জিজ্ঞাসা করুন।’ শোলাকিয়ায় হামলার ঘটনা তদন্তে ‘যথেষ্ট অগ্রগতি’ হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘এ ঘটনায় জড়িত সন্ত্রাসীরা সবাই দেশি, দেশেই তারা প্রশিক্ষণ নিয়েছে।’ এ ঘটনার নেপথ্য শক্তিকে চিহ্নিত করা গেছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ঘটনায় দেশি বা আন্তর্জাতিক চক্র জড়িত থাকতে পারে, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।’

গুলশান হামলার ঘটনায় দায়িত্ব পালন করতে গিয়ে নিহত পুলিশ কর্মকর্তা সালাউদ্দিনের মরণোত্তর বিচার চেয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ বক্তব্য প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘ওসি সালাউদ্দিন জীবন বাজি রেখে কাজ করেছেন। সন্ত্রাসীদের উস্কে দেওয়ার জন্যই ডা. জাফরুল্লাহ একথা বলেছেন। তার বক্তব্য পুলিশ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।’

‘সন্ত্রাসীদের উস্কে দেওয়ার’ অভিযোগে ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। কারণ কেউই আইনের ঊর্ধ্বে নয়।’ সংবাদ সম্মেলনে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "হাসনাত-তাহমিদ জিজ্ঞাসাবাদের পর্যায়ে: ডিএমপি কমিশনার"

Leave a comment

Your email address will not be published.


*