নিউজ ডেস্ক : সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে গত ১৯দিনে মোট ১৬ হজযাত্রীর মৃত্যু হলো। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৭ হজযাত্রী। মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।
তাদের মধ্যে মদিনায় ছয়জন, মক্কায় দুজন ও জেদ্দায় একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী। মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।
২৪ আগস্ট নেত্রকোনার মো. ওয়াকিল উদ্দিন (৬৭) পবিত্র মক্কা আল-মুকাররমায় মারা যান। তার পাসপোর্ট নম্বর বি কে ০২৩৫১৩৯।
২০ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার জোহরা খাতুন (৬১) মদিনা আল মুনাওয়ারাতে মারা যান। তার পাসপোর্ট নম্বর ০০০২৯৭৫।
একই দিন বগুড়ার কাহালু থানার মুরইল গ্রামের মরিয়ম বেগম (৫১) মার যান। তার পাসপোর্ট নম্বর বিজে ০৪৮১৮৮২।
এছাড়া ১৯ আগস্ট (শুক্রবার) রংপুরের হেলাল উদ্দিন (৬৪) মারা যান। তার পাসপোর্ট নম্বর বি ই ০১৫৪৭১৬।
১৭ আগস্ট জয়পুরহাটের পাঁচবিবি থানার কুসুম্বা গ্রামের হাবিবা ফেরদৌসি রিতিকা (৪১) মারা যান। তার পাসপোর্ট নম্বর বিজে ০৭৬৯২৯৯।
একই দিন পাবনার চাটমোহর থানার নুরুজ্জামান কাশেমী (৫৯) মারা যান। তার পাসপোর্ট নম্বর ওসি ০৪১৬২৫৩৬।
১৬ আগস্ট চট্টগ্রামের মো. রেহানউদ্দিন (৭৩) মদিনায় মারা যান। তার পাসপোর্ট নম্বর বি কে ০২০৪৬৯১।
১৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আবুল হাশেম (৭৯) জেদ্দায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর বি ই ০০২৫৯৭০।
৭ আগস্ট গাজীপুরের জমিলা আক্তার (৭৯) মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর বি ই ০১৪৩৯৩২।
সর্বশেষ গত বৃহস্পতিবার দু`জন ও গতকাল শুক্রবার তিনজনের মৃত্যু হয়। তারা হলেন- জমিরউদ্দিন (৭৪), সুফিয়া খাতুন (৬২), ইসমাইল হোসেন (৭১), মো.আবু তাহের (৮৭), রাশেদা বেগম (৪৮)।
জমিরউদ্দিনের গ্রামের বাড়ি শেরপুর সদরের এক নম্বর ওয়ার্ডের ৯৯৯ মিস্ত্রিবাড়ির বাসিন্দা শুক্রবার মারা যান। তার পাসপোর্ট নম্বর বিজে ০২৬৮১৮৮।
সুফিয়া খাতুনের (৬২) গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার ধরমপুর গ্রামে। তার পাসপোর্ট নম্বর বিজে ০৭৩৪৮৯৪।
ইসমাইল হোসেনের গ্রামের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ থানার রামনাথপুর গ্রামে। তার পাসপোর্ট নম্বর বিজে ০৮১০১০৫।
কুমিল্লা সদরের আমড়াতলী গ্রামের মো. আবু তাহের (৮৭) মৃত্যুবরন করেন ২৫ আগস্ট। তার পাসপোর্ট নম্বর বিজে ০৬১৩৭৭২।
একই দিন শেরপুর সদরের বেতমারি ঘুঘুরাকান্দি গ্রামের রাশেদা বেগম (৪৮) এর মৃত্যু হয়। তার পাসপোর্ট নম্বর বিজে ০৮৩৩২৬৯।
১৯দিনে ১৬ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

Be the first to comment on "১৯দিনে ১৬ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু"