নিউজ ডেস্ক : ধারণা করা হচ্ছে ভারতের কেন্দ্রীয় ব্যাংককে প্রায় ২০ বিলিয়ন নোট ধ্বংস করতে হবে। কালো টাকা প্রতিরোধে পাঁচশ ও এক হাজার রুপির নোট বাতিলের সরকারি সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর এটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে কিভাবে এতো নোট ধ্বংস করা হবে। তবে কর্মকর্তারা বলছেন এটি আসলে বড় চ্যালেঞ্জ হবেনা। তাদের মতে বাতিল হয়ে যাওয়া নোট যন্ত্রের সাহায্যে কেটে টুকরো টুকরো করা হবে এবং পরে মেশিনের সাহায্যেই মণ্ড আকারে তৈরি করা হবে। এরপর হয়তো ব্লকের মতো করে তৈরি করে সেগুলো ডাম্প করা হবে বিস্তীর্ণ ভূমিতে। ভারতে দেশজুড়ে ১৯টি অফিসে নোট টুকরো করার অন্তত ২৭টি মেশিন রয়েছে।
এরপর হয়তো ব্লকের মতো করে তৈরি করে সেগুলো ডাম্প করা হবে বিস্তীর্ণ ভূমিতে। আবার অনেক সময় টুকরো করা অংশ গুলো প্রক্রিয়াজাত করে ক্যালেন্ডার কিংবা পেপারওয়েটের মতো নানা সামগ্রীও তৈরি করা হয়। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের অবশ্য গত অর্থ বছরে ১৬ বিলিয়ন নোট ধ্বংস করার অভিজ্ঞতা রয়েছে। কর্মকর্তারা বলছেনএবারো বিষয়টি তাদের জন্য বড় কোন সমস্যা হবেনা বলেই মনে করছেন তারা।
Be the first to comment on "২০ বিলিয়ন নোট কিভাবে ধ্বংস করবে ভারত"