নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৯ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ওই দিন ৭ সেপ্টেম্বরের ট্রেনের টিকিট পাওয়া যাবে। আজ রবিবার রেলভবনে রেলমন্ত্রী মুজিবুল হকের সভাপতিত্বে এ নিয়ে বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী জানিয়েচেন, ৩০ আগস্ট ৮ সেপ্টেম্বরের, ৩১ আগস্ট ৯ সেপ্টেম্বরের, ১ সেপ্টেম্বর ১০ সেপ্টেম্বরের, ২ সেপ্টেম্বর ১১ সেপ্টেম্বরের টিকিট বিক্রি হবে। ১২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা ধরে এই টিকিট বিক্রির সূচি তৈরি করা হয়েছে। একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না। প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।
এছাড়াও মন্ত্রী অারো বলেন, ঈদের আগে তিন দিন (৯-১১ আগস্ট) ও ঈদের পর সাত দিন পাঁচজোড়া এবং ঈদের দিন শোলাকিয়া স্পেশাল দুইজোড়া, মোট সাতজোড়া ট্রেন চলাচল করবে। ঈদ উপলক্ষে অতিরিক্ত ১শ ৪৯টি কোচ ও মেরামত করে ১৮টি ইঞ্জিন সরবরাহ করা হবে বলেও জানান তিনি।
০৭ সেপ্টেম্বর থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনগুলোর কোন বন্ধ থাকবে না তবে ঈদের পর থেকে যথারীতি সাপ্তাহিক বন্ধ (অফ ডে) বহাল থাকবে।
Be the first to comment on "২৯ আগস্ট থেকে ট্রেনের টিকিট"