খাবার হিসেবে নয়, আপেলের ভিন্নধরনের ৫ ব্যবহার জেনে নিন

নিউজ ডেস্ক : আপেল শুধু যে খাবার হিসেবে চমৎকার তাই নয়, এটি দিয়ে আরও বহু কাজ করা যেতে পারে। এ লেখায় তুলে ধরা হলো ভিন্নধরনের তেমন কিছু কাজ।

এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
১. গাছ সাজাতে
ক্রিসমাস ট্রি সাজাতে আপেল ব্যবহার করা যায়। এজন্য আপেল পাতলা করে কেটে ভালোভাবে শুকিয়ে নিন। এরপর তা দিয়ে সাজান গাছ।
২. প্যাটার্ন তৈরিতে
সৃজনশীল হয়ে উঠুন। আপেলের স্লাইসটি এমনভাবে কেটে নিন যেন তাতে নানা ধরনের প্যাটার্ন ফুটে উঠে। এরপর তার একপাশে রং লাগিয়ে কাগজে লাগিয়ে দেখুন। দারুণ প্যাটার্ন তৈরি করা যাবে আপেল দিয়ে।
৩. আর্দ্রতা নিয়ন্ত্রণ
কেকের আর্দ্রতা নিয়ন্ত্রণে আপেল বেশ কার্যকর। এজন্য আপনি যখন কোনো কন্টেইনারে কেক রাখবেন সেখানে একটি আপেলও রেখে দিন। এতে কেকের আর্দ্রতা বাড়বে না।
৪. মোমবাতি হোল্ডার
আপনার যদি অস্থায়ী কিছু টি মোমবাতি হোল্ডার লাগে তাহলে এটি ব্যবহার করতে পারেন। এজন্য কিছু আপেল কেটে তার ওপর মোমবাতি বসিয়ে নিলেই হলো।
৫. ফেস ক্লিনজার
আপনি যদি দারুণ ফেস ক্লিনজার চান তাহলে আপেল ব্যবহার করতে পারেন। এজন্য কিছু ফ্রেশ আপেল নিন। এরপর তা কেটে ত্বকে ঘষে নিন। পাঁচ মিনিট পর ঘষে ধুয়ে ফেলুন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "খাবার হিসেবে নয়, আপেলের ভিন্নধরনের ৫ ব্যবহার জেনে নিন"

Leave a comment

Your email address will not be published.


*