ডেঙ্গু আক্রান্ত হয়ে ঘণ্টায় ১০১ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঘণ্টায় ১০১ জন হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক॥ রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যা গত কয়েক দিনের ২৪ ঘণ্টার রেকর্ডকে অতিক্রম করেছে। রাজধানী ঢাকাতেই এক হাজার ২৭৫জন রোগী এবং ঢাকার বাইরে এক হাজার ১১৫৩ জন ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে। গত ২৪ ঘণ্টার হিসাবে ঘণ্টায় ভর্তি হচ্ছেন ১০১ জনের উপরে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে। সরকারি হিসাবে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৩৪০জন। বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও কয়েকগুণ বেশি বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। মৃতের সংখ্যা এ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর ২৩ জন বললেও বেসরকারি হিসাবে শতের কাছাকাছি।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুসারে, আগস্ট মাসের এক সপ্তাহে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৮৭৯ জন। গত জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হন ১৬ হাজার ২৫৩ জন। এই সংখ্যা জুন মাসে ছিল এক হাজার ৮৮৪ জন। মে মাসে ১৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ হাজার ৬১০জন। বর্তমানে ভর্তি আছেন ৮ হাজার ৭০৭ জন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ডেঙ্গু আক্রান্ত হয়ে ঘণ্টায় ১০১ জন হাসপাতালে ভর্তি"

Leave a comment

Your email address will not be published.


*