নওয়াজকে পাত্তা দিলো না পাক সামরিক বাহিনী

নিউজ ডেস্ক : পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অভ্যন্তরে ভারতের ‘সার্জিক্যাল অ্যাটাক’ এর ঘটনায় শেষ পর্যন্ত মুখ পুড়লো পাকিস্তানের প্রধানমন্ত্রীর নওয়াজ শরীফের।

বৃহস্পতিবার ( ২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে হামলার ঘটনা প্রকাশের সঙ্গে সঙ্গেই তিনি এর নিন্দা জানান। যা প্রচারিত হয় রেডিও পাকিস্তানে।

বিবৃতিতে তিনি ভারতীয় হামলার নিন্দা জানিয়ে এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তবে বিবৃতিতে ভারতের ‘সার্জিক্যাল অ্যাটাক’ এর দাবি প্রত্যাখ্যান করেননি তিনি।

এর মধ্য দিয়ে ভারত যে সত্যিই সত্যিই পাকিস্তানি ভূখণ্ডে ঢুকে হামলা চালিয়েছিলো তার সত্যতা প্রতিষ্ঠিত হয় সর্বমহলে।

পক্ষান্তরে এই হামলার ঘটনায় পাকিস্তানি সামরিক বাহিনীর অবস্থান ছিলো সম্পূর্ণ উল্টো।

নিজেদের ভূখণ্ডে এ ধরনের ‘সার্জিক্যাল অ্যাটাক’ এর খবর সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে পাকিস্তানি সামরিক মুখপাত্র।

পাশাপাশি বুধবার রাতে নিয়ন্ত্রণ রেখায় আসলে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তাদের সেনাদের গোলা বিনিময় হয়েছিলো বলে দাবি করে তারা। এ ঘটনায় দুই পাকিস্তানি সেনা মারা যাওয়ার বিষয়টিও স্বীকার করে নেয় তারা।

নওয়াজ ও পাকিস্তানি সামরিক কর্তৃপক্ষের এই বিপরীতমুখী বক্তব্যর মধ্য দিয়েই কার্যত ফুটে উঠছে নওয়াজের সঙ্গে পাকিস্তানি ক্ষমতাশালী সামরিক বাহিনীর মতপার্থক্য।

নওয়াজের বক্তব্যকে উড়িয়ে দিয়ে পাকিস্তানি সামরিক বাহিনীর এই বিবৃতি মূলত তাকে পাত্তা না দেয়ারই সামিল।

এর মাধ্যমে পাকিস্তানি জেনারেলরা নওয়াজকে বুঝিয়ে দিলো যে, ভারত পাকিস্তান সঙ্কটে শেষ কথা বলবে তারাই। নওয়াজ বা পাকিস্তানের বেসামরিক কর্তৃপক্ষ নয়।

সব মিলিয়ে নিজের দেশের রাজনৈতিক পরিমণ্ডলে নানামুখী চাপে থাকা নওয়াজ শরীফের জন্য বিষয়টি আরও অস্বস্তিকর হয়ে দাঁড়ালো বলে মনে করছেন বিশ্লেষকরা।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "নওয়াজকে পাত্তা দিলো না পাক সামরিক বাহিনী"

Leave a comment

Your email address will not be published.


*